অভিনন্দন

আমি তোমাকে পেয়েছি তারমানে
তোমার স্কুলের পথে তোমার জন্য দাঁড়িয়ে থাকা
সেই উঠতি যুবকটি তোমাকে পায় নি।
 
তুমি যাকে বন্ধু বলে জানতে
মাঝে মাঝে বাড়ি নিয়ে যেতে
যাকে মনে করতে তোমার ভাই,
অথচ সেই ছেলেটি তোমাকে ভালোবাসি বলার 
সাহস করতে-করতেই তুমি আমার হয়ে গেলে!
আমি তোমাকে পেয়েছি তারমানে
তোমার ঐ বন্ধুটি তোমাকে হারিয়েছে।

আমি তোমাকে পেয়েছি তারমানে
কলেজ  ক্যাম্পাসের শত-শত ছেলের একজনও তোমাকে পায় নি। 
রোজ রিক্সা ডেকে দিত যে ছেলেটি
বুকে প্রেম নিয়ে,  মুখে সহপাঠী হাসি রেখে
যে যুবকটি তোমাকে শেষের কবিতা উপহার দিয়েছিল 
তোমার একুশতম জন্মদিনে, 
আমি তোমাকে পেয়েছি তারমানে
ঐ মুখচোরা ছেলেটি তোমাকে পায়নি।

আমি তোমাকে পেয়েছি তারমানে
পাঁচবছর ধরে তারে শুকাতে দেওয়া
তোমার  ওড়নার দিকে তাকিয়ে থাকা পাশের বাড়ির তুমুল ছাত্রটি তোমাকে পায়নি। 
তোমাকে পাওয়ার মানে
লতায় পাতায় আত্মীয় ছেলেটির একবুক 
স্বপ্ন ভেঙে ছারখার,
তোমাকে পেয়েছি তারমানে
তোমাকে আর কেউ পায়নি।

তোমাকে সৌদির বাদশা পায়নি
যুবরাজ পায়নি
মন্ত্রীর গর্দভ ছেলেটি পায় নি, 
তোমাকে পায়নি কোনো মাতাল বিত্তবান
বা শহরের সবচেয়ে সুন্দর ছেলেটি,
তোমাকে পায়নি অন্য কেউ
তোমাকে আমি পেয়েছি!

জন্মের পর থেকে তুমি কি করে জানতে যে
আমিই তোমাকে পাবো?
কত হাতছানি;  রঙ্গিন প্রার্থনা;  বানডাকা প্রেমিকের ঢেউ মাড়িয়ে-
তুমি ঠিক পৌঁছে গিয়েছো গন্তব্যে,

যেখানে তোমার পৌঁছার কথা।
তোমাকে অভিনন্দন।

____অভিনন্দন
     __ জয় জাহাজী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মনে থাকবে?

প্রেম বোলে তো

শেষের কবিতা